
একদিন ঠিক আলোর বন্যা হয়ে
ভাসাবো তোমায় দিনের গভীর ঢেউয়ে,
ছায়া যত তোমার যতনে কুড়িয়ে নেবো
আমার শিউলি ভরা ভিজে আঁচলে,
কেউ যাতে না মাড়িয়ে যায় তোমায় ছায়া অবহেলে ।
চোখের আলোয় থাকবো না আর তোমার
কিরণ আমার পুড়বে যবে শিখায় শিখায়;
জ্বলবো তোমার শুষ্ক আঁখি নীরে
যেমন রাত পুড়ে যায় তারায় তারায়
মুখ ডুবিয়ে দিনের গভীরে।
তোমার চলার ছন্দে
বাজবে আমার নূপুর ধ্বনি,
নীরব যবে থাকবে পড়ে আমার সাধের নূপুর খানি;
তোমার বুকের তৃষ্ণা হয়ে আকাশ হবো অবশেষে,
বৃষ্টি ফোঁটায় বইবো মেঘের জলছবি-
যেমন আলোর আভা রয়ে যায় দিনের শেষে ।
© Kakoli Ghosh