PC: Kausik Das
একদিন ঠিক আলোর বন্যা হয়ে
ভাসাবো তোমায় দিনের গভীর ঢেউয়ে,
ছায়া যত তোমার যতনে কুড়িয়ে নেবো
আমার শিউলি ভরা ভিজে আঁচলে,
কেউ যাতে না মাড়িয়ে যায় তোমায় ছায়া অবহেলে ।

চোখের আলোয় থাকবো না আর তোমার
কিরণ আমার পুড়বে যবে শিখায় শিখায়;
জ্বলবো তোমার শুষ্ক আঁখি নীরে
যেমন রাত পুড়ে যায় তারায় তারায়
মুখ ডুবিয়ে দিনের গভীরে।

তোমার চলার ছন্দে
বাজবে আমার নূপুর ধ্বনি,
নীরব যবে থাকবে পড়ে আমার সাধের নূপুর খানি;
তোমার বুকের তৃষ্ণা হয়ে আকাশ হবো অবশেষে,
বৃষ্টি ফোঁটায় বইবো মেঘের জলছবি-
যেমন আলোর আভা রয়ে যায় দিনের শেষে ।

© Kakoli Ghosh

Leave a comment