PC: Kausik Das
এবার অবুঝ মেঘ হবো অনায়াসে,
ছাইবো তোর চিলেকোঠার আকাশে ;
বৃষ্টির ভিজে গন্ধে যখন ভারি হবে বাতাস
এক ছুটে ছাতে এসে দুহাত বাড়াস ।
দূরের পানে দৃষ্টি মেলে তখন
বিনাকারণে দিনের আলো হবে উদাস ।

বা উত্তাল সাগর হয়ে ছুঁয়ে ছুঁয়ে যাবো
তোর আদিম শহরের ক্লান্ত অবকাশ,
বালির বেহিসাবী রেখায় রেখায় ।
থাকিস ছুঁয়ে তখন আমায়
শঙ্খচিলের পাখায় পাখায়,
তোর ছোঁয়ায় পাথরে কাঁদবে জলোচ্ছ্বাস ।


হতে পারি হঠাৎ ধুলোর ঝড়
তোর আসা যাওয়ার পথে
এলোমেলো করে সব সাজানো ব্যস্ততা ,
কতো না উড়ে আসা হলুদ পাতা
এসে ধরা দেবে তোর গতিপথে অযথা,
ঝেড়ে ফেলার ফাঁকে পড়ে থাকবে নিরবতা।


চোখের বালি হবো কারও
তোর বারান্দার আলসে কোণে এসে,
উড়িয়ে দিস তখন বাতাসে
একটু খানি আলতো হেসে
ভালোবেসে ;
ধুলোর মতো থাকবো জমে তোর অবকাশে ।


উড়ে যাওয়া পাখির ঝরা পালক
জানলায় তোর বুলিয়ে যাবে রোদের ঝলক,
যতনে রাখিস তুলে
কিশোর বেলার গীতাঞ্জলির মাঝে,
পুরোনো গন্ধের ভাঁজে ।
কখনো পড়ার ছলে , অবহেলে
ছুঁয়ে যেতে ভুলিস না হাজার কাজে ।

© Kakoli Ghosh

Leave a comment