
আজ যে পথ দিয়ে চলে গেলাম আমি,
কাল সে পথেই ফিরবে তুমি;
আমার আলোর কনারা দিয়ে যায় প্রাণ,- পূর্ণ দিবসে
আকাশে, বাতাসে, নিঃশ্বাসে, বিশ্বাসে;
আমার আছে অনন্ত পথ চলা-
ছায়ায় ছায়ায় ছুঁয়ে যাব তোমার যাত্রাপথ, তোমার সকল বেলা।
দূরত্ব ছড়িয়ে যায় নিঃসঙ্গ ব্যথায়,
ঝরা ঋতুর পাতায় পাতায়;
পথ পড়ে থাকে সাজানো অবহেলায়,
ধূপের ধোঁয়া যেমন বেঁধে নেয় মন অন্তিম বেলায় ।
© Kakoli Ghosh